ঊষাকোনে ওই জেগেছে রবি,গিয়েছে ডুবে হেলাল
মরুর হাওয়ায় উড়ছে ধূলি, ছুটছে মরু-দুলাল।
সারা নিশিভর হাঁকিয়ে ঘোড়া এসেছে ঊষার দোরে
চমকায় লেগে নবারুণ রেখা উদ্বত তরবারে,
হৃদয়ের পণ বল হয়ে জাগে বজ্র মুষ্ঠি তলে
রক্ত-বরণ চোখের তারায় অনল ফুলকি গলে।
ক্লান্ত শরীর মানেনাকো হার সমুখের পথ টানে
ছুটিতেছে বীর তুফানের বেগে রণের আহ্বানে,
পশ্চাতে তার সৈন‌্যের দলে উঠিতেছে কােলাহল
'মার-মার' রবে ভূ-কম্পিত, ত্রস্ত ধরণীতল।
জ্বল-জ্বল চোখে জয়ের স্বপন চিত্ত অকুতোভয়
মুক্তির সাধ জাগিতেছে বুকে দূর্বার দূর্জয়,
লহু-লালে হউক রঞ্জিত আজি ক্ষুধিত রণাঙ্গন
বিভিষিকা চিড়ে মরণ-হুরেরা করুক আলিঙ্গন।
সত্য-ন্যায়ের জুলুসে-কলুষে হবে আজ ফয়সালা
অত্যাচারীর রচিত দূর্গে ঝুলাতে হবে যে তালা,
পাষাণ-প্রাচীর চূর্ণ করে, ভেঙ্গে সব অবরোধ
মুক্ত করতে হবে আজকে পুনঃ মানবতা বােধ।
মরুর দুলাল ছুটেছে উড়ায়ে সত্য ধ্বজাটিরে
স্তব্দ গগণ করছে সেলাম সেই বীরে নতশিরে।।