যখন সময় শয্যাশায়ী হতাশার কালাজ্বরে
অস্থি-মজ্জায় ঘূণ, অন্ত্রে-রন্ধ্রে হাহাকার,
ঘোলা আকাশে অজ ব্যথানীল ঘুড়ি উড়ে
ভয়ের ভূত অট্টহাসিতে কাঁধে হয় সওয়ার।


যখন সময় পাশ ফিরে শোয় নিগূঢ় অন্ধকারে
শক্ত বাঁধনে জাগে শিথিলের অলস টান
গলিতে গলিতে শোকগাঁথা গর্জে সমস্বরে
নিশ্চল পায়ে বেড়ী ঝনঝন বাজে বারবার।


যখন সময় স্তব্ধতায় হারিয়ে যায় চিরতরে
নামহীন ঘাসে আবৃত সমাধির বেদী
তৃষ্ণার্ত মলিন রাতের কায়া বুকে করে
জীবন হেরে যায়, অভিমানে.. ফিরে না আর।।