সত্যি বলছি, গল্প না,
নয় তো এটা কল্পনা,
বুড়ো গরুর লেজ ধরে
চলছে লেজুঁড় বন্দনা।


বুড়ো গরুর দাম ভারী
বেজায় চতুর-কারবারি
পিঠে তাহার দেশ চড়ে
জাবর কাটে বেশ করে।


চোখ বুজে সে কান নেড়ে
জোয়াল থেকে ঝং ঝাড়ে
লেজের তেজে রয় খাড়া
ঘাড় বাঁকিয়ে যায় তেড়ে।


সত্যি বলছি, গল্প না
নয়তো নিছক কল্পনা,
বুড়ো গরু হাম্বা রবে
গাইছে ভীষণ, মন্দ না।