এক'শ একটি মিথ্যা বুননে পাতানো সংসার
কভু যদি নিঃসঙ্গতার পথে যুগল হাঁটি
ভুলে যাই এ ভঙ্গুর জীবন ছিল কার!
মোহকে আশ্রয় করে দেই নাম 'শাশ্বত প্রেম',
বোধে-প্রবোধে শুরু হয় বিস্তর কাটাকাটি
সব খুঁয়ে ঘরে ফিরে ভাবি 'কি আজব কারবার!'
বুকের উপরে চড়ে বসে ধীর স্থির এক দলা মাটি
মিথ্যে পাতানো সংসারে মুঠি মুঠি অন্ধকার নামে।।