বাবা মায়ের দোয়ায় মোদের
জীবন হলো আলোকময়,
আল্লাহ্ এবং রাসূলের পর
তাঁরাই সবার আগে রয়৷

তাঁদের নামের মালা গেঁথে
রেখেছি যে এই বুকে,
তাঁদের দোয়ার উছিলাতে
রাখছেন প্রভু বেশ সুখে।

বাবা মায়ের দোয়া নিয়েই
চলুক মোদের জীবন রথ,
তাঁদের দেয়া আশীর্বাদে
বিপদ মুক্ত হয় রে পথ।

সুনজরে দেখলে তাঁদের
হজ্জ্বের সওয়াব মিলে ভাই,
নেকি লাভের এমন সুযোগ
আর কোথা ও নাই রে নাই।

বাবা মায়ের মুখ দর্শনে
কী যে আছে এক মায়া,
চিরজীবন থাকুক বেঁচে
বাবা মায়ের এই ছায়া।

            _____♦️_____

স্বরবৃত্ত ছন্দ - ৪+৪/৪+৩  
রচনাঃ- ২৬ / ৮ / ২০২৩ ইং শনিবার।
মেরুল বাড্ডা ঢাকা।