আপনি আমার বড়ো আপু
থাকেন অনেক দূরে,
বড়ো আপু হয়েই আছেন
আমার হৃদয় জুড়ে।

দূরে ছিলাম কাছে টেনে
ভাই বানালেন আমায়,
আপনার ডাকে সাড়া দিলাম
ডাকলাম আপু আপনায়।

ছোট ভাইয়ের মতোই আমায়
ভালোবাসা দিলেন,
ভালোবাসার বিনিময়ে  
এক বুক শ্রদ্ধা নিলেন।

বড়ো বোনের খালি জায়গা
আপনি পূরণ করলেন,
ছোট্ট ভাইয়ের মতোই আমার
হাতটা আপনি ধরলেন।

ছোট ভাইয়ের খেয়াল রাখেন
রাখেন খবর যথা,
ছোট ভাইয়ের কাছে বলেন
মনের যত কথা।

বড়ো বোনের ভালোবাসায়
করলেন আমায় সিক্ত,
সম্পর্কটা থাকুক বেঁচে
না হোক কভু তিক্ত।

                 _____♦️_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ- ২১ / ৯ / ২০২০ ইং
সোমবার, মেরুল বাড্ডা, ঢাকা।