আকাশ পানে চেয়ে দেখো
মেঘ জমেছে ওই,
ঝুম ঝুম বৃষ্টি নামবে এখন
বাড়ি তোমার কই?

খোকা এখন বাড়ি চলো
দেরী নহে আর,
নামলে বৃষ্টি ক্যামনে তুমি
বাড়ি যাবে মা'র?

ঝুম বৃষ্টিটা নামলে একবার
থামবার পাত্র নয়,
সারাদিনই ঝির ঝির করে
এক নাগাড়ে হয়।

গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
বৃষ্টির জানান দেয়,
মাঝে মাঝে বজ্রপাতে
প্রাণটা কেড়ে নেয়।

থামলে বৃষ্টি দেখি আকাশ
পরিস্কার ফক ফক,
রাস্তা ঘাটে কাদা পানি
জমে যায় থক থক।

              ______♦______

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১
২১ / ৯ / ২০২০ ইং
সোমবার, মেরুল বাড্ডা, ঢাকা।