এই সমাজের কথা শুনে
ধর্ম ছেড়ে চলো?
কাজেকর্মের বেলায় কেনো
সমাজকে "না" বলো!


দেখে তোমার সফলতা
সমাজ ঈর্ষা করে,
তোমার দুঃখ দেখে সমাজ
হাসতে হাসতে মরে!


ব্যর্থ দেখলে সমাজ হাসে
উপহাসের হাসি,
ফুরফুরে মন সমাজ তখন
বাজায় সুখের বাঁশি!


কি লাভ হলো সমাজ মেনে
ধর্ম করে হেলা,
আর যে কবে বুঝবে তুমি
যায় চলে যায় বেলা।


ধর্মকে নয়, সমাজকেই আজ
"না" বলে দাও তুমি,
সফলতা ধরা দেবেই
দেবে ললাট চুমি।


            _____♦️_____


রচনাঃ- ৩ / ৯ / ২০২৩ ইং, রবিবার।
মেরুল বাড্ডা, ঢাকা।