মধ্যবিত্ত পরিবারে
আমি সবার বড়ো,
সবাই বলে এবার তুমি
কিছু একটা করো।

তাঁদের কথায় পেরেশানে
চাকরির খোঁজে ছুটি,
বাস্তবতা বড়ই কঠিন
ধরে চেপে টুটি।

চাকরি সে তো সোনার হরিণ
খুব কি সহজ পাওয়া,
চাকরির পেছন ছুটছি কেবল
হারাম খাওয়া নাওয়া।

মেধার জোরে চাকরি পাওয়া
সহজ নয় তো কথা,
চাকরি চাইলে মোটা টাকায়
মনে লাগে ব্যথা।

বাঁচতে হলে ভালোভাবে
টাকা লাগে ভবে,
তাই তো আমি খুঁজি কর্ম
একটা চাকরি হবে?

                  _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ- ১৯ / ৯ / ২০২০ ইং
শনিবার, মেরুল বাড্ডা, ঢাকা।