একটু একটু করে সবার
হচ্ছে জীবন ক্ষয়,
ভাবছি বসে বাড়ছে বয়স
পাচ্ছি না তো ভয়।

ছোট থেকে হচ্ছি বড়ো
বড় থেকে বুড়ো,
জগৎ মায়ায় ডুবে গিয়ে
ধর্মকে কই ধুরো!  

ভাবছি না তো কখনো যে
হবে আমার লয়,
এই দুনিয়া ক্ষণস্থায়ী
চিরকালের নয়।

রং তামাশায় মজে গিয়ে
মৃত্যু গেলাম ভুলে,
পরকালের চিন্তা যতো
রাখছি চাঙে তুলে।

প্রভুর বাণী নবীর কথা
দেখি নি তো খুলে,
গিলাফ বাঁধা কিতাবগুলো
খাচ্ছে বুঝি উলে!

সময় নামের উলু পোকা
খাচ্ছে জীবন হায়,
প্রতিদিনই কত মানুষ
পরপারে যায়।

বলি শোনো একটু বসে
মৃত্যুর কথা ভাবো,
থাকবো না হায় কেউই মোরা
একদিন চলে যাবো।

এক মুহূর্তের নাই ভরসা
নিশ্চয়তা নাই,
তাই এসো ভাই প্রভুর পথে
আমরা ফিরে যাই।

                   _____♦️_____

স্বরবৃত্ত ছন্দ - ৪+৪+৪+১/২

রচনাঃ- ২৫ / ৭ / ২০২৩ ইং মঙ্গলবার বিকেল ৬ টা।
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।