বন্ধুত্বটা হয় গো যদি
মহান প্রভুর তরে,
হবে নাজা'তের উসিলা
অন্ধকার ওই ঘরে।

হাদীস পাকে বলেন নবী
বন্ধুত্বটা নিয়ে,
আরশ তলে থাকবে তাঁরা  
ছায়ার নিচে গিয়ে।

মহান প্রভুর খুশির তরে
এক সাথে হয় তাঁরা,
মহান প্রভুর খুশির জন্যই
বিচ্ছিন্ন হন যাঁরা।

এমন বন্ধুর তরে আছে
খুশীর শুভ সংবাদ,
আরশ তলে পাবে জায়গা
পড়বে না'কো ভাই বাদ।

এমন বন্ধু হবে কি মোর
প্রিয় বন্ধু আমার,
এমন বন্ধু হই গো চলো
হবো বন্ধু তোমার।

               _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ- ৪ / ৯ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।