আমাদের গ্রাম আজ হলো আধুনিক,
চারিদিকে নানা রঙ করে ঝিকমিক।
ছন আর কাঁচা ঘর হলো আধা পাকা,
ভীনদেশে পাড়ি দিয়ে আনে কাঁড়ি টাকা।।


হালচাষ ছেড়ে লোকে যায় ভীনদেশে,
বহুদিন পরে ফেরে বড়লাট বেশে।
কমদামী বিড়ি ছেড়ে ধরে সিগারেট,
ইমু কিবা মেসেঞ্জারে করে সবে চ্যাট।।


নদী ভাঙা গ্রাম আজ ধুধু বালুচর,
পাকা পাকা দালানের উঁচু উঁচু ঘর।
হাসিখুশি মানুষেরা আজ প্রতিযোগী,
নিজ গাঁয়ে গেঁয়ো রীতি নয় উপযোগী।।


কাঁচা রাস্তা পিচ ঢেলে পাকা রোড হয়,
মোড়ে মোড়ে জ্বলে বাতি আঁধারের ক্ষয়।
ধীরে ধীরে পার হয়ে সেকালের ধাপ,
আধুনিক যুগে আজ আধুনিক ছাপ।।


সেকালের হালচাল নেই গেঁয়ো রীতি,
গাঁও ভরা মানুষের নেই সেই প্রীতি।
মায়া ভরা গ্রামে নেই আগেকার মায়া,
চোখে নেই আর সেই লাজ ভরা হায়া।।


নেই আজ হারিকেন তেলে ভরা কুপি,
কেউ আজ পরে না'কো বেতে বোনা টুপি।
ঘরে ঘরে বিদ্যুতেই পায় আজ আলো,
বিদ্যুতের পাখাতেই লাগে খুব ভালো।।


ছোটো ছোটো ঘর আজ নেই আর গাঁয়ে,
তাকালেই উঁচু উঁচু ঘর ডানে বাঁয়ে।
বহুতল ভবনের সে কী কারুকাজ,
ধীরে ধীরে গ্রাম নেয় শহুরের সাজ।


আধুনিক যুগে আজ আধুনিক সব,
ধান ক্ষেতে বেজে ওঠে মেশিনের রব।
হালচাষে সেচ কাজে মেশিনের জয়,
গ্রাম আজ আধুনিক সেকালের নয়।


               _____♦_____


রচনাঃ- ৯ / ৯ / ২০২৩ ইং, শনিবার।
মেরুল বাড্ডা, ঢাকা।