তুমি আমার মন আকাশের
সুখের সন্ধ্যা তারা,
তোমার মুখের দেখলে হাসি
হই যে আত্ম হারা।  


তোমার মুখের ওই সে হাসি
জুড়ায় মন ও প্রাণ,
পাগল পারা করে আমায়
তোমার চুলের ওই ঘ্রাণ।


তুমি আমার জোসনা ভরা
রাতের চাঁদের আলো,
তোমার হাতের পরশ পেলে
মন হয়ে যায় ভালো।


দূর গগণে রই তাকিয়ে
উদাস হয়ে ভাবি,
তুমি আমার পরম চাওয়া
সুখের গোপন চাবি।


ইচ্ছে করে তোমায় নিয়ে
উড়ি ডানা মেলে,
দূর আকাশের যেখানে ওই
মেঘেরা সব খেলে।  


ইচ্ছে করে তোমায় নিয়ে
হারাই অচিন পুরে,
যেখানে সব সুখের মেলা
দুঃখ বহু দূরে।


              _____♦_____


স্বরবৃত্ত ৪+৪+৪+২


রচনাঃ- ১৮ / ১০ / ২০২০ ইং
রবিবার, মহাখালী টি এন্ড টি কলোনী মাদ্রাসা,
ওয়ারলেস গেট, মহাখালী, গুলশান, ঢাকা।