ইচ্ছে করেই আমরা কত
করছি নামাজ কাজা,
আর হতো না থাকলে জানা
নামাজ কাজার সাজা।


একটি নামাজ কাজার জন্য
আশি হোকবা শাস্তি,
জানলে কভু নামাজ ছেড়ে
করতাম না রে মাস্তি।


এক হোকবাতে হয় দুই কোটি
আটাশি লক্ষ বছর,
চলো রে ভাই, ভাবি একটু
সময় নিয়ে কছর।


এক হোকবাতে এই পরিমাণ
আশি হোকবায় কত,
কোন্ সাহসে আমরা তবু
নামাজ কাজায় রত?


দিনে দিনে কত নামাজ
যাচ্ছে কাজা হয়ে,
জীবনটা তো নেই রে বসে
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।


একটা দিনে পাঁচটা ওয়াক্ত
নামাজ কাজা হলে,  
বিশ-ত্রিশ বছর নামাজ কাজার
হিসাবটা যাও বলে।


তবু আমরা নামাজ কাজা
করছি প্রতি'বারে,
মুসলমানদের এমন হওয়ার
কথা ছিলো না রে!


নামাজ কাজা মুসলমানের
সাজে না রে কভু,
মুনাফিকের মতো আমরা
করছি কাজা তবু।


এসো সবাই পণ করি আজ
ছাড়ি নামাজ কাজা,
নয় রে সহজ, খুবই কঠিন
আশি হোকবা সাজা।


                  ____♦️____


রচনাঃ- ২৬ / ৮ / ২০২৩ ইং শনিবার,
মেরুল বাড্ডা, ঢাকা।