আমি নারী!
আমি কোনো খেলনা নই, নই ফেলনা!
নই কোনো হীনবস্তু;
আমি মহা মূল্যবান সম্পদ -
আমা হতে পুরুষ লাভ করে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ!
আমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং পবিত্র সম্পদ!

আমি কেবলই পুরুষের ভোগের বস্তু নই!
আমি নই যত্রতত্র ব্যবহার্য!
আমি কেবল একজন পুরুষের আরাধ্য!
আমি এই পৃথিবীর পবিত্র এক সম্পদ
এবং সবচাইতে শ্রেষ্ঠ!
আমা হতে পুরুষ পৃথিবীতে বসে লাভ করে
বেহেশতী সুখ!

আমি কেবল একজন পুরুষের অংশ;
সে ছাড়া যে কেউই নেবে আমার স্বাদ -
সে-ই হবে ধ্বংস! ধ্বংস! ধ্বংস!
আমি কেবলই একজন পুরুষের অংশ!

আমায় উপযুক্ত দাম দিয়ে, মূল্য দিয়ে,
আমার পবিত্র অধিকার - মোহরানা দিয়ে
পর্যাপ্ত স্বাক্ষী সমেত যে পুরুষ আমার পাণি গ্রহণের প্রস্তাব পেশ করবে -
আর আমি "কবুল কবুল কবুল" বলে -
আমার হৃদয় দুয়ার খুলে দেবো যার তরে....
শুধুমাত্র সেই পুরুষটি আমার!
আমি একান্তই তাঁর!

আমি তাঁর অর্ধাঙ্গিনী
আমার পরম প্রিয় প্রেমাস্পদ -
তিনি আমার নিরাপত্তার কঠিন বলয়-
প্রেম আর অফুরান ভালোবাসার মোলায়েম চাদর -
যাঁর বাহুডোরে আমি পরম নিশ্চিন্ত, নিরাপদ!
যিনি বিনে আমার দিকে কারও -
চোখ তুলে তাকানোও বারণ!

কেবল দুটি বস্তুই পারে আমাকে তাঁর থেকে পৃথক করতে!
একটি মৃত্যু আর অন্যটি তালাক!
একটি কত ভয়ঙ্কর! কত ভয়ঙ্কর!
আরেকটি কত নিকৃষ্ট! কত নিকৃষ্ট!

আমি নারী!
আমাকে জানতে আসা বোকামী!
আমি নই শতজনের
আমি কেবলই একজনের!
প্রিয়তমা হিসেবে -
আমি একজনের রহমত,
বাকী সবার জন্য জহমত!

এই সমগ্র পৃথিবীটাই সম্পদ!
আমি তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ
শ্রেষ্ঠতম এক মহাপবিত্র সম্পদ!

কত উচ্চে - কত!
কত উচ্চস্থানে সমাসীনা করেছেন আমায়
আমার প্রিয় রাসূলে আরাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

         _______♦_______

রচনঃ- ৩০ / ৩ / ২০২৩ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।