কয় মাসেতে দাঁড়ায় বাচ্চা
কয় মাসে সে হাঁটে,
কয় বছরে বাচ্চাটা ফের
ঘুরে বাজার ঘাটে।


এককালের এই ছোট্ট বাচ্চা
রয় না যে আর শিশু,
ছোট্টবেলার মতন করে
আর করে না হিসু।


আর কাঁদে না সবার সামনে
সে যে হাউমাউ করে,
অগোচরেই বুক ভাসে তার
একলা একা ঘরে।


সবার কোলে থাকা শিশুই
একদিন কোমর বাঁধে,
অনাগত আরেক শিশুর
দায়িত্ব নেয় কাঁধে।


জীবন নদীর স্রোতে ভেসে
শিশুরাই হয় বড়ো,
এই শিশুদের শিক্ষা দীক্ষায়
মানুষ করে গড়ো।


               _____♦_____


রচনাঃ- ২৮ / ৩ / ২০২৪ ইং, বৃহস্পতিবার
মধ্যবাড্ডা, ঢাকা।