সুখের আশায় বসে আছি
সুখ পেলাম না হায়,
সুখের আশায় গুণে গুণে
দিন যে কেটে যায়।

যতই আমি গেলাম সুখের
পিছু পিছু হায়,
ডাকলাম কতো তারে আমি
দিলো না তো সায়!

সুখ পাখিটা উড়ে উড়ে
যায় রে বহু দূর,
যতই খাঁচায় পুরতে চাই রে
বাজে ব্যথার সুর।

হাত ফসকিয়ে যায় বেরিয়ে
কত সাধের সুখ,
সুখের পেছন দৌঁড়ে দৌঁড়ে
পেলাম আরও দুখ।

সুখকে কভু যায় না ধরা
সুখ অমূল্য ধন,
সেই তো হলো আসল সুখী
খুশী যাঁহার মন।

                      _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১

রচনাঃ-  ২৬ / ৯ / ২০২০ ইং
শনিবার, মেরুল বাড্ডা, ঢাকা।