টুপিওয়ালা বোরকাওয়ালী
দেখলেই যদি জ্বলে গা,
বুঝতে হবে ওই ঈমানে
ধরছে পঁচন হইছে ঘা।

হুজুর কিবা হুজুরনীদের
নাই রে কোনো নাই রে দোষ,
অন্তর তোমার হইছে নষ্ট
পাপ সাগরে উঠছে জোশ।

দেহে কোথায়ও ধরলে পঁচন
সেটা যেমন কেটে দাও,
পঁচা অন্তর ঠিক করিতে
ঠিক ব্যবস্থা নাও রে নাও।

কালো চশমা থাকলে চোখে
কালো দেখায় সব কিছু,
ধর্ম বিনে শিক্ষা তোমার
তাই তো শয়তান নেয় পিছু।

শয়তানেরই সঙ্গ ছেড়ে
উলামাদের সঙ্গী হও,
তুমি মানুষ শ্রেষ্ঠ জাতি
বানর কিবা পশু নও।

আদম হাওয়ার সন্তান তুমি
হে আশরাফুল মাখলুকাত,
তুমি কেনো ধোঁকায় পড়ে
হবে আহা কুপোকাত।

আলেম হলেন নবীর ওয়ারিশ
সম্মানিত মানুষ ভাই,
যদি তাদের ভালোবাসো
কসম খোদার! চিন্তা নাই।  

দাঁড়িওয়ালা হিজাবওয়ালী
আর তাঁদেরকে ঘৃণা নয়,
আসল শুদ্ধি করতে অর্জন
হৃদে রাখো আল্লার ভয়।

           _____♦_____

স্বরবৃত্ত ছন্দ - ৪+৪+৪+৩

৩,৪ / ৫ / ২০২৩ ইং
বুধবার ও বৃহস্পতিবার
মেরুল বাড্ডা, ঢাকা।