চলার পথে কত না ভুল
আমরা করি হায়,
এ ভুলগুলো শুধবো কবে
সময় চলে যায়।


ভুলের মাঝে থেকে থেকেই
উঠছি মোরা বেড়ে,
ভুলের মাঝে হয়েছি বড়ো
সঠিক পথ ছেড়ে।


ফিরবে কবে আবার ভবে
এই জাতির হুঁশ,
এর আগেই মরার দশা
হয়ে যে আছে ঠুস।


এমন হলে কেমন হবে
তুমিই বলো ভাই,
ভুলটা ছেড়ে এসো সবাই
সঠিক পথে যাই।


ভুল পথটা ছাড়তে হবে
ধরতে হবে ঠিক,
দেখো সময় যায় গড়িয়ে
টিক টিকা টি টিক।


                  ____♦____


মাত্রাবৃত্ত ছন্দ ৫+৫+৫+২


রচনাঃ- ১ / ১০ / ২০২০ ইং
টি এন্ড টি কলোনী মসজিদ, ওয়ারলেস গেট,
মহাখালী, গুলশান, ঢাকা।