এই পবিত্র আল আকসা মসজিদ আমাদের।
এই জেরুজালেম শহর আমাদের।
এই পবিত্র শহর হেবরন তো আমাদেরই।
এই হেবরনে তো শুয়ে আছেন আমাদের মুসলিম জাতির পিতা ইবরাহিম (আ)।
এখানকার নাবলুস শহর তো আমাদেরই কথা বলে।
জেরুজালেম, হেবরন, নাবলুস, বেতেলহাম সহ এখনকার সমগ্র ভূখন্ডে সহস্র বছর ধরে আমাদের পূর্ব পুরুষগণ বসবাস করেছেন।
তাঁরা এখনো এখনকার মাটির নিচেই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন।
এ ভূখন্ডের প্রতিটি গাছ তাঁদের হাতে লাগানো, তাঁদের স্মৃতি বিজড়িত।
এখানকার প্রতিটি মাঠে - ঘাটে তাঁদের স্মৃতি এখনো অম্লান হয়ে আছে।
তােমরা এখানে কোথায় থেকে এসেছে?
অস্ত্রের জোরে কাদের বসত ভিটা দখল করে নিচ্ছ?
এটা তোমাদের কেমন আচররণ?
তোমাদের কেমন মনুষত্ব?
জ্ঞান- বিজ্ঞানে তোমরা অনেক উন্নতি করতে পার!
কিন্তু মনুষত্বের স্কেলে তোমাদের অবস্হান কোথায়?
বিজ্ঞানে উন্নতির সাথে সাথে মনুষত্বের স্কেলে তো তোমাদের উন্নতি হওয়ার কথা!
কিন্তু হল না কেন?
তার মানে, তোমাদের গোড়ায় গলদ।
তোমরা এমন হায়েনা কেন?
এত হিংস্র কেন?