ফিরিয়ে দিয়েছিলাম তোকে
আধো কল্পনার আবেগে ,
নিঃশেষ করে মন আজ
বিচরণ করি হৃদ মেঘে মেঘে ।
শ্রেয়সীর ক্রন্দনে কম্পে না
যেন পাথরের ন্যায় অনুভুতি
শ্রবণে যেন ধাক্কা দেয় না
তার অশ্রুত আকুতি ।
অবশেষে সময়ের আধারে
গলে গেল অভিমান ,
মেঘবতি আমায় ভালবাসায়
আবার করিয়ে দিল স্নান ।
আচলের আবেশে আবেশে
প্রনয়- আদর সুপ্ত তার
তার পরশে মিষ্ট প্রশান্তি
মনে হয় , ছাড়ি তাকে আর ।