শান্ত দিঘীর জল
দাড়ীয়ে থাকতে থাকতে হয়না ক্লান্ত,
আকাশটা ঝরতে ঝরতে
নদীর স্রোত ভাসতে ভাসতে
ক্লান্তির স্পর্শে খুজেনা রং চায়ের কাপ,
বাতাস বইতে বইতে কখনও থামেনা
সূর্যটা হাসতে হাসতে চলে পথ
কখনও দেখিনি ক্লান্ত চাঁদ
বিষাদের ছায়ায় মোড়ানো নাক্কত্রিক রাত,


কেবল আমার একাকীত্ব
বিষণ ক্লান্ত এখন
তমসাচ্ছন্ন রাতের বগলে
আটকে পড়া ভোরের পথ চেয়ে চেয়ে
হাজারটা বসন্তবিলাসী রাত ফুরিয়েছে,


আজ আমি এবং আমার একাকীত্ব
বিষণ ক্লান্ত......