আমারতো আমি ছাড়া আর কেউ নেই;
কয়েক টুকরো ছেঁড়া স্বপ্ন এবং
তিমির তোশকে নিঃসঙ্গতা জ্বলা ক্ষত চিহ্ন ছাড়া
আমারতো আর কোনো সুহৃদ নেই;


ব্লাড ব্যাংকের
রক্তের যেমন কোনো স্বজন থাকেনা,
আমারতো কয়েক ফোঁটা অশ্রুর
উন্মাদ ভালোবাসা ছাড়া আর কোনো স্বজন নেই।


মাঝ রাতের দুঃসহ তমিস্রায় আটকে পড়া
সেই পচিশ বসন্ত আমার, আগুনে ঝলসানো
রুটির মতো, পাঁজরের ক্লান্ত হাড় গুলো ছাড়া
আমারতো আর কোনো বন্ধু নেই।


আমারতো আমি ছাড়া আর কোনো প্রেমিক নেই......