তুমি বৃষ্টি ভালোবাসো তাই
আমি সারারাত বৃষ্টি হয়ে ঝরি অঝোরে,
তোমার টিনশেড ঘরের চালে,
তুমি মুগ্ধ শ্রোতার মত আনন্দে দুচোখ ভরে রাতভর
দেখলে আমার ঝরে পড়া - কষ্টময় শব্দে,
তুমি শুধু মৌনতার চাদরে মূখ ঢেকে হাসলে.......
আমি ঝরে ঝরে নিঃশেষে প্রান
করে গেলাম তোমাকে দান.......
তাহলে কী আমার ক্ষয় নেই ?


তুমি বৃষ্টি ভালোবাসো
তাই আমি রোজ বৃষ্টি হয়ে ঝরি,
তোমার টিনশেড চালে অঝোরে - কষ্টময় শব্দে,
তুমি গরম কফির কাপ হাতে নিয়ে বারান্দায় দাঁড়াও
মুঠোফোনে প্রেমের কবিতার আবৃত্তি শোন,
কখনো গানে গানে মন পাগল করা উচ্ছাসে নেচে উঠ,
আমি একটু শান্তনা খুঁজি,
তোমার কষ্ট গুলো আমার হলো ভেবে।


তুমি বৃষ্টি ভালোবাসো
তাই আমি বৃষ্টি হয়ে ঝরি
তোমার মুখের হাসির জন্যে রোজ একটু একটু মরি.....