আমি অ্যাটম বোম দেখিনি
দেখেছি হিরোশিমা-নাগাসাকির অবয়বে তার আঁচড়,
ধুলোয় গুঁড়িয়ে যাওয়া নগরীর কঙ্কালে দেখেছি
সভ্যতার বীভৎস আগুনের দাউ দাউ উল্লাস।


আমি অ্যাটম বোম দেখিনি
বাতাসের ঠোঁটে শুনেছি তার গুঞ্জরন
তমসাচ্ছন্ন মহাপ্রলয় বিশ্বময়,
তার প্রশ্বাসে কোটি মানুষের শ্বাস বিলুপ্তি পায় অকালে,
তার আলিঙ্গনে প্রকৃতি অবলুপ্তির ইতিহাস হয়ে
বইয়ের পাতায় খুঁজে নেয় বিপন্ন জীবনের ঠাঁই।


আমি অ্যাটম বোম দেখিনি
দেখেছি তার নামে আতঙ্কিত সূর্য কিরনে ঘন অবসাধ,
আকাশে থমকে যাওয়া মেঘের কোলাহল বলে আগুন আগুন,
শহরের যানজটে আটকে পড়া মানুষেরা পালায় সমুদ্রের পথে,


আমি অ্যাটম বোম দেখিনি
দেখেছি অটা নদীর বুকে ছিন্নবিন্ন লাশের মিছিল,
বাতাসে ভাসা বিকলাঙ্গ শিশুর আর্তনাদ আজো ঘুরছে
অস্তিত্বের গুঁড়িয়ে যাওয়া স্বপ্নের অনুসন্ধানে,


আমি অ্যাটম বোম দেখিনি
দেখেছি অ্যাটম বোমার জনকের হাতে শান্তি প্রাইজ নোবেল।