না, তেমন কোন প্রার্থনা আমার নেই ঈশ্বরের কাছে।
অনুদিন এক মুঠো ভাত, আর লন্ঠনের অস্তগামী আভায়
পথের বাকিটুকু যেন পেরিয়ে যেতে পারি অনুদ্বেগ,
সায়াহ্নে পদক্ষেপ কাঁপা - রুহের সড়ক জুড়ে
ক্লান্তি অবশেষ,
আমারতো আজ আর প্রার্থনায় চাইবার কিছু নেই।


প্রেম, স্বপ্ন, ভালোবাসা,
যত সব সোনালী সুখ, চেতনার জমিন
পোড়ে গেছে সব অভিলাষ,
বৃষ্টিহীন ঝলসানো তেপান্তরে আজ আর ফোটবেনা শিউলি
যত ঢালো জল এই মাঠিতে আর জাগবেনা ঘাসের সুপ্ত শরীর।