বৈশাখ গেলো ঝড় বাদলে ভেঙ্গে চুরে
কিষাণ পাড়া,
শুষ্ক বাঁশের চৌদেওয়ারী ছনের ছাউনি ঘর
উড়লো ঘুড়ির মতো হাওয়ায়,
শিলাবৃষ্টির পাথর গুলো অবিরত
গোলা বর্ষণ করলো কাঁচা ধানের শীষে,
ক্ষুধার্তের হাঁসি লুঠিয়ে মাঠিতে সন্তরণ;
কিষাণীর বুকের নরম স্বপ্ন গেলো
ধমকা হাওয়ায় উড়ে
পাঁজর ছিঁড়ে,
উপোস পেটে হিংস্র ক্ষুধা উঠলো তেড়ে
সুখ দুখে অশ্রু ভেজা আঁচল ফুঁড়ে;


বৈশাখ গেলো, ইলিশ মুড়ির স্বপ্ন দেখে
পদ্মাপারের ছেলে বুড়ো-
ঘামে ভেজা মানুষ গুলো
পান্তা ভাতই হয়না খাওয়া যখন; দিনান্তে
দ্রব্য মূল্যের জ্বর কাঁপায় রিক্ত হাতের করতল,
সাধ-আহ্লাদ মনের প্রসাধনী
নিঃস্ব মানুষের মনেই খুঁড়ে আপন কবর।


বৈশাখ গেলো, চাবুকের লাল দাগের মতোন  
স্মৃতি চিহ্ন এঁকে ক্ষত ভরা বুকে……