আর ক'টা দিন ছবর কর
আসছি ফিরে দেশে,
দুঃখ তোমার পালিয়ে যাবে
এই ফাগুনের শেষে।


অশ্রু ভেজা তোমার আঁচল
শুঁকিয়ে দেব প্রেমে
রাত্রি জেগে দুজন মিলে
হাসবো থেমে থেমে।


আর লিখোনা দুখের চিঠি
আর দিওনা কষ্ট,
লিপিস্টিকের রঙে হাসো
হয়ে বিষণ দুষ্ঠ।


তোমার বুকে যত ব্যথা
যত দুঃখ যত কথা,
সবই নেবো দুহাত পেতে
হব তোমার ছাতা।


ভালাবাসার ফুল ফোটাব
তোমার বুকের মধ্যিখানে,
স্বপ্ন তোমার উঠবে বেড়ে
আমার বুকের সম্মোহনে।