একঃ


যে নদীর তরঙ্গ ভাঙ্গেনা পাড়
তারে কে রাখে মনে আর জীবন ভর;
ঘ্রানহীনা গোলাপ আর
প্রেমহীন জীবন,
খরতাপে পুড়ে হয় ছাই, অলক্ষে সবার।


দুইঃ


কার অন্ন কে খেলো কেড়ে,
কে পেলো কত টুকু পাওনা গনতন্ত্রের ?
হিসাব তো রাখেনা কেউ, রেখেছে সময়;
আকাশ আর কতদিন থাকবে দাঁড়িয়ে শূন্যে?
একদিনতো পড়বেই ঝরে কোনো ঝড়ে
থাকবেনা কিছুই অক্ষয়।


তবে কেন এই মিথ্যে মিছিলে যাওয়া
বস্তি পুড়িয়ে আনন্দে বিবস্র হওয়া ?