একটা গোলাপ
পথের ঘাসে রক্তস্নাত পড়েছিল সেদিন,
সকালের রোদ মুখ লোকিয়ে মেঘে; কাঁদলো।


অবুঝ গোলাপ
শিশু বয়সী, ঝরলো পথে ঘ্রাণ ছড়াবার আগেই
দেখলো রাত লোকিয়ে অন্ধকারে, মগ্ন মানুষ ঘুমে।


এমনি শত সহস্র গোলাপ
রোজ ঝরায় মনুষ্যত্বের উদার সভ্য হাতের পাথর,
কেউ বুঝেনা ফুল গুলি সব ঝরে গেলে
কে সাজাবে তোমার স্বপ্ন ঘেরা সাধের বাসর।