একটা নিষ্প্রাণ অন্ধকার ঘরের ভেতর
আমরা দু’জন,
আমি আর আমার একাকীত্ব,
টেবিলের উপর কয়েক টুকরো পাউরুটি
মাঠির হাড়িতে বৃষ্টির কাছ থেকে ধার নেয়া জল,
ঘরে গ্যাস নেই,চুলো নেই,ফ্রিজ নেই
বিল ভরা হয়নি তাই
বিজলি বাতিটাও মূখ থুবড়ে পড়ে আছে,


চোখ দু’টো বন্ধ করে
হাত বাড়াই অন্ধকার শূন্যতার মাঝে,
আশেপাশে কেউ নেই
শুধু অশ্রু ঝরার শব্দ ছাড়া কিছু নেই
তীব্র শীতের রাত
কাকে বলবো একটু আগুন জ্বালো,


আকাশে তারা নেই, চাঁদ নেই,
বাতাসে ফুলের ঘ্রাণ নেই,
বৃষ্টি ঝরার শব্দ নেই,
বেঁচে থাকার স্বপ্ন হারিয়ে গেছে দারিদ্রতার অরণ্যে,
কাকে বলবো একটা স্বপ্ন দাও
স্বপ্ন দেখার জন্যে ।