একুশ আমার মায়ের মুখের
ঘুম পাড়ানি গানে, একুশ আমার বোনের ঠোঁটে
পুস্পিত হয় এক অনাবিল সুখে,
একুশ আমার ক্লান্ত পিতার চোখের জলে শান্তনা,
একুশ আমার প্রিয়ার হাতে মেহদী রাঙা আলপনা।


রাখাল ছেলের বাঁশির সুরে একুশ ঝরে প্রেমের টানে,
মুক্ত মনে গান করে যায় নায়ের মাঝি
ভাটিয়লি সুর তুলে হৃদয় খোলে,
কৃষক জেলের স্বপ্ন ভরা সুখের দিনের স্নিগ্ধ ভোরে
একুশ আছে সুখে দুখে, ভালোবাসায় সিক্ত করে।


ভাইয়ের বুকের রক্তে ভেজা একুশ আমার
মুখের ভাষা,স্বপ্ন আশা,
একুশ আমার প্রানের কলতানে জাগে,
একুশ আমার পথের প্রদীপ, তিমির হন্তারক,
একুশ আমার প্রথম যুদ্ধ মুক্ত স্বদেশ ভূমির।


একুশ, মায়ের আঁচল ছায়ে
ছোট্র খুকির উত্তপ্ত উল্লাস, একুশ
শত কষ্ট বিভোর মুখে অবাধ হাসতে পারার নাম।