আজকাল নিজের মাঝেই নিজেকে খুঁজি
অচেনা মনেহয়।
আয়নার সামনে দাঁড়িয়ে বিব্রত হই
হতবাক হই, কোথাও খুঁজে পাইনা আমার আমিকে
চেহারার সাথে মন মিলেনা,
মন ক্লান্ত বসন্তে আটকে পড়া ক্ষন চাষে তন্ময়,
নিশি ভোর হয় দুর
আমারই আমি থেকে
কষ্ট আবাদ হয় রোজ চেহারার ভাঁজে ভাঁজে।


মানচিত্র বিলিন হচ্ছে ক্রমাগত।
যৌবনের সেই প্রদীপ্ত অবয়ব, চোখে নদীর উচ্ছলতা
দুবাহুর উত্তাল ঢেউ, বুকের চরে জাগা সুপ্ত ফাগুন মাস
কোনোটাই অবশিষ্ট নেই আর,
আছে শুধু না চাওয়া কিছুটা রোগ্ন সময়
বিপর্যস্ত মনোবল,
চশমার লেন্সে জমে উঠে হতাশার বিশাল পর্বত।


ফুরাচ্ছে দিন মাস বছর
ফুরাচ্ছি আমি, যৌবন ফুরিয়ে যাবার পর
জীবনের আর কী থাকলো বাকী?