কত কাল বন্দি জীবন যাপন,
মন ও মস্তিস্ক মেলোডি হারিয়ে
ছন্দহীন এলোমেলো শব্দের হাহাকার শুনি,
পাঁজরে কষ্টের হামাগুড়ি
অলেখা কিছু কবিতার ছন্দ মিলেনা কিছুতেই;


আকাশ আর মাটির মধ্যিখানে আমি কারারুদ্ধ
সেই পৃথিবীর জন্ম লগ্ন থেকেই,
আর কতকাল এই এক আকাশকে নিয়ে কবিতা লিখবো,
প্রেমিকার রূপের উপমায় চাঁদ কেন বারবার হাঁসবে
গোলাপ চামেলি জুই ছাড়া কেন হয়না কবিতা লেখা,


সূর্য কেন প্রতিদিন একই পথে আসে যায়
বৃষ্টির জলে কেন রঙ মাখা নেই সবুজ হলুদ লাল;
কবিতার চিত্র কল্পে প্রেমিকের রঙ রূপের
পোস্টমর্টেম হয়না কেন প্রেমিকার মত;


আর কতকাল এই বন্দি জীবন যাপন?
প্রতিদিন কর্ম ক্লান্তিতে ঘরে ফেরা, এক মুঠো ভাত,
সহবাস আর রাতভর স্বপ্ন দেখা,
তারপর......... মৃত্যুতে হই লীন,


জীবনের এই যাপনের বিকল্প কী যায়না খুঁজা......... ?