চোখের জলে করছি খেলা
দিনের শেষে সন্ধ্যা বেলা,
ক্লান্ত দেহের - ক্লান্ত মন
মনের ভেতর দ্রোহের আগুন।
যে আগুনে জ্বলছি একা
লোকে বলে ভাগ্য লেখা।


ভাগ্য বুঝে সাধ্য কার
আজ রাজা তো কাল ফকির,
দিন ফুরালেই অন্ধকার
কে জানে, কে কখন কার?


যখন ছিলাম ত্রিশ ফাগুনে
রোজ খেলেছি তপ্ত আগুনে,
ভয়ছিলনা হাত পোড়াবার
পাছে ছিল হস্ত হাজার।
ঘরের ভেতর চাঁদনী ছিল
রোজ রাঁধুনী ব্যস্ত ছিল,
কত এলো কত খেলো
আজকে সবই পর হলো।


পেটের ভেতর ক্ষুধার জ্বালা
চোখের ভেতর অন্ধকার,
জীবন শেষের সন্ধ্যা বেলা
ভাবছি একা, কেমনে হব পার।