'কবি নজরুল,
তুমি সকাল বেলার পাখী
ঘুমে টলমল আঁখি,
তুমি শান্তির, নও ক্লান্তির অশ্রুজল
তুমি দ্রোহে করেছো উত্তাল ধরণীতল,
তুমি ঝড় ঝঞ্জা কান্নার রুল শোষকের,
তুমি বুলবুলির মধুর সুরে ঝরো বুকে কৃষকের।
তুমি প্রেমিকার কানের দুল
তুমি বাংলার খরতাপে পুড়া সুগন্ধি ফুল।


কবি নজরুল,
তুমি অবিনশ্বর, বাংলার মাঠে ঘাটে
স্কুল কলেজ বিদ্যা পীঠে,
তুমি রনাঙ্গনে বাজাও রণসঙ্গীত
তোমার কবিতায় আমি খুঁজে পাই জীবনের আলোকিত পথ।


কবি নজরুল,
তুমি গণতন্ত্রের মন্ত্র দিয়েছো যুবকের বাহু ভরি
তুমি সাম্যের কবি, প্রাণে প্রাণে আজ তোমারে স্মরি।