মাঘের উদোম শীতে ঝরে গাছের পাতা
রিক্ত ঘরে উদাস হাওয়ার শীতল ছেঁড়খানি
ভাঙ্গে দেহের নরম গাঁথুনি,
কোয়াশা ঝরে ঝরে
হারিয়ে যাচ্ছে সকাল দুপুর বিকেল
শীতের চাঁদর পরে
আমার গায়ের ছেলে বুড়ো নদীর পাড়ে রাত্রি জাগে উৎসুকে
কবে ভাঙ্গবে ঘুম উঠবে জেগে সকাল।


সতেরো কুঠি মানুষ জাগে দুচোখ খোলে
সূর্য উঠবে চোখের কোণে,
তপ্ত কিরণ ছড়িয়ে দিবে আদর সোহাগ
রোগ্ন দেহে শুকনো ঠোটে,
রোদের হাঁসি বোতল খোলে ফাগুন মাসের রস খাওয়াবে
রক্তে জোয়ার আসবে ফিরে
কাটবে ব্যাস্ত দিন,
ভাতের শুন্য হাড়ি ভরবে চালে
খেলবে খুকি পথের বাঁকে উড়বে হাওয়ায় চুল।