ক্যামনে বলি আমরা মানুষ
মানুষ হতাম যদি, কাঁদত মন
দুঃখের দিনে সব মানুষের,
পেতাম সুখ বিলিয়ে দিয়ে ধন।


ক্যামনে বলি আমরা মানুষ
মানুষ হতাম যদি, বাসতে ভালো
জড়িয়ে বুকে নিতাম তুলে কষ্ট যত,
জ্বালিয়ে দিতাম দুঃখীর ঘরে আলো।


ক্যামনে বলি আমরা মানুষ
মানুষ হতাম যদি, থাকত না ভয়
খুনাখুনির, লোভ লালসার কাড়াকাড়ি,
মিলে মিশে ভ্রাতৃপ্রতিম কাটত সময়।


ক্যামনে বলি আমরা মানুষ
মানুষ হতাম যদি, স্বর্গ সুখে
ভরত ঘর, ভাতের অভাব হতনা,
থাকত না কেউ মৌন দুখে।


ক্যামনে বলি আমরা মানুষ
মানুষ হতাম যদি......তবে শোন!
ধর্ম বর্ণ গোত্রের নামে
ভাগ হয়ে যাই কানো?