এইখানে আমি একা
পড়ন্ত বিকেলে কয়েক টুকরো স্মৃতি নিয়ে চোখে
হাঠছি নিরুদ্দেশ,
পাশে অজস্র মানুষের ভিড়
অথচ আমি বিষণ একাকীত্বের দুর্গম পথের যাত্রী।


কেউ দেখেই না আজকাল পাশ ফিরে
ব্যস্ততা ভেঙ্গে, রাস্তার ওপাশে পড়ে থাকি নিরন্ন,
একটুও নগ্ন পরিতাপ নেই কারো চোখে মুখে,
অথচ একদিন আমি তাদেরই জন্যে
ঝরিয়েছি ঘাম, দিয়েছি ঠাই পাঁজরের দু'পাশে
বৃষ্টিতে ভিজে......
ক্লান্তিতে হইনি তখন ক্লান্ত।


আজ সবাই ভুলে গেছে আমার নাম ঠিকানা
কে আমি কেউ জানেনা, মানুষ গুলি
যাচ্ছে ভুলে মানবতার নাম পরিচয়, কর্ম ধর্ম
আর কটা দিন পর
মানুষ কী আর থাকবে মানুষ ?