কেন বার বার ফিরে যেতে মন চায়
যেখানে সবুজ ঘাসের শিশিরে ভিজিয়ে পা'
যুবক বয়সী মাতাল ক্ষণ ছুঁয়েছিল দেহ ভাঁজ,
গোলাবী অনুরাগ করেছিল মুগ্ধ মাতাল,
কেন সেই ফেলে আসা দিন
অহরহ চাঁদনী রাতের মত দু'চোখের আঙ্গিনায় জ্বলে,
নির্ঘুম ক্লান্তিতে উদাস পড়ে থাকে মন।


কেন বড় দুঃসহ লাগে আজ মানুষের ভিড়,
কারে যেন খুঁজে মন
নিরব দুপুর, গোধূলি, সন্ধায়,রাতে একাকীত্বে,
আহত আত্মার অনুনয় জুড়ে এক নতুন স্বপ্ন
শুধু কিছুটা সময়......ফেলে আসা একটা ভোর
আবার আমার হোক...