মনে রেখো আমারে তুমি, প্রিয়তমা!
কবিতার মত মুখস্ত করে রেখে দিও ঠোঁটের কিনারে,
না হয় বেণি পরা চুলের ভাঁজে লুকিয়ে সযত্নে
রেখে দিও তোমার মৌতাত প্রেমের শেকলে;
রাতের অন্ধকারে আঁকা ঘাম রঙ ছবি খানি
মনে রেখো আজন্ম,
বুকের একান্ত সান্নিধ্যে রেখে দিও
আমার কবিতার নিঃস্ব শব্দ যত, তোমারে সাজাতো
অপরূপ  অপ্সরি-
মনে রেখো সেই সব ঋণ।


মনে রেখো আমারে তুমি, প্রিয় নদী!
সুরমার জল;
মনে রেখো চাঁদনী রাত,
তারাভরা আকাশ, ঝিঙ্গে ফুল, উদাস বাতাস,
পাখিরা সব মনে রেখো ভালোবেসে আমারে
কিছুটা সময়;
মনে রেখো সুহৃদ অশ্রুজল, পথের ধুল-
পদাঙ্ক আমার রেখে দিও ঘাসের আঁচলে ঢেকে
ক’টা দিন মরণের পর,


মনে রেখো আমারে  তুমি প্রিয়তোষ
কবিতা আমার নির্ঘুম রাত্রির......।