ভেঙ্গে পড়া মাস্তুল আঁকড়ে ধরে আছি
আমি দুঃসময়ের দিশেহারা এক নাওয়ের মাঝি,
ক্লান্তির ছোবলে নিস্তেজ হাত, জলের তরঙ্গে ভাসি
দু’চোখের সীমানায় দেখি শুধু অন্ধকারের হাসি,


জীবনের নদীতে কতকাল ধরে এমনি করে ভাসছি
চাওয়া পাওয়ায় আজো শূন্যতার ঘরে পড়ে আছি,
সাথী, স্বজন, বন্ধু, প্রিয়জন সবাই গেছে পাড়িদিয়ে পথ
আমি শুধু একাকী হাঁটছি টেনে জীবনের রথ,


পিছনে ফিরে কেউ দেখেনি নয়ন তুলে
একটু স্নেহে, একটু মায়ায় কেউ ডাকেনি কাছে, ভুলে,
নিঃসঙ্গ নির্বাক আমি যেন এক অচেনা পারাবত,
মুক্তির অন্বেষণে কাটে দিন কাটে আমার নির্ঘুম রাত।