আমার বিরহ বিদ্রোহ করেনা
শুধু পোড়ায়
আমার বিরহ হয়না খুনি
নিঃশব্দে কাঁদায়,


বেদনার সিড়িবেয়ে উঠি রোজ
দোতলার ছাঁদে
স্বপ্ন ছোঁয়ে দেখার স্বপ্নে মন
বিভোর হয়ে কাঁদে,


আমার অশ্রু কখনো ঝরেনা
চোখের দেয়ালে লোকায় বুকের দহন
আমার রিক্ততা ফুল হয়ে ফোটে
নাহোক বসন্ত নাহোক ফাগুন,


আমার নিঃসঙ্গতা
অনুরাগে অনুতপ্ত
আমার পদক্ষেপ অবিচল
কখনো হয়না ক্লান্ত,


পথের শেষ কই
দূরত্ব বাড়ে প্রতিদিন
গন্তব্যের সন্ধানে হাঠি রোজ
রোদে পোড়ে হইনা লীন,