দু'হাতে বিছানার চাঁদর তুলে
বুকের পাঁজর বিছিয়ে রেখেছি সোনালী পালঙ্কে,
বিনম্র প্রেম ঢেলে চাঁদনী রঙে
সাজিয়েছি আজ তোমার বাসর ঘর,
সন্ধাবেলা একটু এসে দেখে যেও,


অযুত তারা, লক্ষ ফুলের শোভাস ছিটিয়ে
হাজার খানেক প্রজাপতির অধীর পথ চাওয়া,
তোমার ঘ্রাণে একটু খানি স্নানের স্বপ্নে
জোনাকিদের ভীড়ে লাল ফড়িঙয়ের আনাগোনা,
আমার ঘরের চারপাশে আজ তোমায় বরণ মেলা।


একবার এসে দেখে যেও সন্ধ্যাবেলা।