প্রদীপ নিভে গেছে জ্বলে জ্বলে স্বদাহনে পোড়ে
তিমির পরিব্যাপ্তি বাহুতলে মোড়ে,
মানুষেরে করে গেলো দান
এক ফোঁটা রোদের কিরণ।


দৈন্যতার অবসানে কে রাখে মনে পরিত্রাতার,
স্বার্থের পরিবৃত্তে ঘোরে মানুষ, ঘোরে তার অহংকার,
দৈব লোভে পোড়ে সুভাষিত সভ্যতার আকাশ
কে বুঝবে, কার আছে সে অবকাশ।