যে কথা বলতে না পারা কষ্টে
বার বার ফিরে গেছি একান্ত কাছাকাছি এসে
সংশয়ে, লজ্জা ভয়ে,
তুমি কিন্তু ঠিকই শুনতে পেয়েছিলে
আমার সে অব্যক্ত হৃদ স্পন্দনের আকুতি,
শুধু দু’হাত বাড়িয়ে অনায়াশে বুকে জড়িয়ে
আনন্দে উচ্ছাসিত হতে পারোনি
আতংকে, লজ্জা ভয়ে,


তুমি ভলোবাসতে আমাকে
আমিও তোমাকে বাসতাম, আজও বাসি।


আভিজাত্যের সিঁড়ি ভেঙ্গে তুমি নিচে নামতে পারোনি
আমি তোমার যোগ্য হয়ে জন্মাতে পারিনি.......


তাই স্বদ্রোহে রোজই পুড়ে আত্মার মনুষত্ব্য।