মাঝে মাঝে মনে পড়ে বিহঙ্গ দিনের কথা
তুমি নেই পাশে — বিরহ ব্যথার স্পন্দিত
সাম্পানে ভাসছি একা,
কতো রোদ কতো বৃষ্টিতে হলাম আকণ্ঠ স্নাত
তবু আর পেলামনা সেই
অপরূপ বিকেলের দেখা ৷

স্বপ্নেরা ভুলে গেছে আমার কি নাম,
ভুলে গেছি পথ যে পথে ফেরা হতো
রোজ সন্ধ্যা বেলা,
খুঁজি সেই পিপাসার সুপ্ত সুরাঞ্চল
তুমার নগ্ন পায়ের উচ্ছ্বাসিত বৃষ্টি স্নান আর
বাতাসে ওড়নার এলোমেলো খেলা ৷


জলের বাহানায় তুমি পুকুর ঘাটে আসতে একা
সন্ধ্যা বেলা আমার সাথে করতে দেখা,
ভুল করে কী আর ভুলতে পারি তোমার দেয়া পরশ
আজো আমি পুকুর পারে একলা বসে গুনছি নিজের বয়স।