মাঝে মাঝে মনের দোয়ার খোলে দেখি
ভেতরে কতটা অন্ধকার, কত খানি আলোকিত,
স্বার্থপরতা কত খানি নিয়েছে দখলে
ঘরের চার দেয়ালের, কতোটা পরিসর মানবতার
আদর্শে আবাদ হয় নিত্য।


বুঝিনা হিসেব,
তবু ক্যলকুলেটরে যোগ বিয়োগ করি,
কার পক্ষে আমি, অন্ধকার না আলোর ?
কার স্বপক্ষে আমার মন, স্বার্থের না পরার্থের ?
জীবনতো যাচ্ছে ফুরিয়ে  অতন্দ্র অবহেলায়।