যেদিন প্রথম,
তোমার উচ্ছাসিত হাসির মুগ্ধতা ছুঁয়েছিল মন,
সেদিনই আমি প্রথম যুবক হয়েছিলাম।


ঠের পাইনি কতক্ষন লোকিয়ে আড়ালে
তোমার হাসির বৃষ্টিতে ভিজে হয়েছিলাম একাকার,
আমার ছোট্র ঘরের ভিতর সেদিনই প্রথম উঠেছিল চাঁদ,
সেদিনই প্রথম পেয়েছিলাম স্বপ্নের দেখা
মনের কোণে, ফুটেছিল গোলাপ ফাগুনের রঙ মেখে,
সেদিনই প্রথম জেনেছিলাম যৌবনের স্পর্শে
ক্যামন করে আগুনে পোড়ে যায় দেহের ভাঁজ,
সেদিনই প্রথম রাতভর দু'চোখের পালক বেঁয়ে
নামেনি ঘুমের শীতল মাদকতা।


যেদিন প্রথম দেখেছিলাম
বৃষ্টিতে ভেজা কামিজের ফাঁকে উন্মত্ত জোয়ার
ভাঙ্গে তোমার বুকের কিনারা,
সেদিনই প্রথম আমি যৌবন ছুঁয়েছিলাম,


তোমাকে দেখার পর
আমি প্রথম বার যুবক হয়েছিলাম।