তোমাকে ভালোবেসেছিলাম বলেই বুঝি
আজ আমি জ্বলছি, তোমার দেয়া অগ্নিকান্ডে
পোড়ছে আমার মন বুকের ভেতর
পোড়ছে আমার স্বপ্ন চোখের ভেতর।


তোমার দেয়া অগ্নিকান্ডে পোড়ছি আমি আমার ভেতর
যেমন করে বন পোড়ে যায়
রাখাল ছেলের বাঁশির সুরে,
যেমন করে নদীর জল পোড়ে যায়
নায়ের মাঝির ভাটিয়ালী গানের সুরে।


তোমার দেয়া অগ্নিকান্ডে পোড়ছে আমার শহর
পোড়ে পোড়ে ছাই হয়ে যাই রাখলেনাতো খবর।